winfoundation-in.org

Registration Number 190303402 (2019)
The WIN Foundation is a Non-Government, Non-Profit Organisation. Our main aim is to provide selfless service to all, rich and poor, against deadly diseases like cancer.

ইন্টার্নশিপ

🌼 কলেজ স্টুডেন্টদের জন্য কাজ করে অভিজ্ঞতা অর্জনের এক বিরাট সুযোগ নিয়ে এসেছে “WIN FOUNDATION”।

তার সাথে ইন্টার্নশিপ করতে আসা শিক্ষানবিশদের নতুন আইডিয়া অথবা নতুন কোনো প্রস্তাব সাদরে গ্রহণ করবে “WIN FOUNDATION” 😊। এক্ষেত্রে নতুন শিক্ষানবিশরা তাদের ক্যারিয়ারের একটি বিশেষ অংশ হিসেবে “নৈহাটি উইন” -এর বিভিন্ন কাজে যুক্ত হয়ে যেকোনো গবেষণামূলক কাজ করার অনুমতি প্রাপ্ত হবে।

আমাদের বিভিন্ন প্রজেক্টের উপর ভিন্ন ভিন্ন রকমের কাজ চলবে, এবং পশ্চিমবঙ্গ ও সম্পূর্ন ভারত জুড়ে আমাদের কাজগুলি উপলব্ধ থাকবে।

এর মধ্যে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দ মতো কাজ টি এবং সবশেষে আমাদের “WIN FOUNDATION” -এর পক্ষ থেকে ইন্টার্নশিপ সম্পন্ন করা শিক্ষানবিশদের অবশ্যই একটি অভিজ্ঞতা প্রাপ্ত সার্টিফিকেট প্রদান করা হবে 😊।

🌼 ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছে “Sociology Department of Presidency University”.

🌼 ইন্টার্নশিপের নাম :- “সোশ্যাল ইন্টার্নশিপ”

⭐এটি সাধারণত কলেজ স্টুডেন্টদের জন্য উপলব্ধ থাকবে ।
⭐ কাজের সময়সীমা – এক মাসের মধ্যে ১৫০ ঘন্টা অর্থাৎ টোটাল এক মাসের মধ্যে একদিনে ৫ ঘন্টা করে।
⭐ এই সকল কাজগুলি যেহেতু ফিল্ডের কাজ তাই এক্ষেত্রে ওয়ার্ক ফ্রম হোম কার্যকরী নয়।
⭐ এটি একটি নন পেইড ইন্টার্নশিপ অর্থাৎ শিক্ষানবিশদের পক্ষ থেকে “WIN FOUNDATION” -কে কোনরকম কোন মূল্য প্রদান করতে হবে না।

এই ইন্টার্নশিপের উদ্দেশ্য হল কলেজ পড়ুয়া এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আগত গ্র্যাজুয়েটদের আত্মবিশ্বাসী ও লক্ষ্যনিষ্ঠ করে তোলা এবং একটি সম্ভাব্য ক্যারিয়ারপথ দেখানো। যেখানে কলেজ পড়ুয়ারা কোনো রকম চিন্তা ছাড়াই মজার ছলে অথবা অতি আনন্দের সাথে নিজেদের ক্যারিয়ারের পথটি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে 😊🙏।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন – +91-8296338990, 9903008541, WINFOUNDATION-IN.ORG

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top