“WIN FOUNDATION” -এর কোলোন ক্যান্সারের পেসেন্ট, ২৭ বছর বয়সের যুবক গৌতম মিত্রের এক গোপন প্রতিভা সর্বসম্মুখে বহিঃপ্রকাশ করা হলো।
ক্যান্সার লড়াকু শ্রী “গৌতম মিত্র” শুধু ক্যান্সারের সাথেই লড়াই করে যাচ্ছে তাই নয়, অপরদিকে সে নিরন্তর তার প্রতিভাসমূহ বহিঃপ্রকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গৌতম মিত্রের খুব শখের একটি কাজ হলো লেখা-লিখি ও কবিতা পাঠ। ক্যান্সার চলাকালীন অবস্থাতেও গৌতম তার মন স্থির রেখে প্রতিনিয়ত কবিতা ও গান লিখে যাচ্ছে ।
জীবন মরণের ঠিকানার মাঝে প্রতিভার এই খিদে যেন গৌতমকে আলাদা এক চরিত্রবান ও ধৈর্যবান পুরুষে গড়ে তুলেছে।
আপনারা সকলে আপনাদের আশীর্বাদের সাথে গৌতমের পাশে থাকবেন এই আশা রাখছে “WIN FOUNDATION”
গৌতম মিত্রের একটি সুস্থ ও সুন্দর জীবন কামনা করছে “WIN FOUNDATION”.